স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: ১০দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে বাঁধা ও নেতাকর্মীদের নামে মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শহরের সজ্জনকান্দায় তার বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, গত ২০শে মে পূর্বনির্ধারিত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য রাজবাড়ী জেলা বিএনপি কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচি সফল করার উদ্দেশ্যে আমার বাসায় নেতাকর্মীদের অপেক্ষারত অবস্থায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা হামলা প্রতিরোধ করার চেষ্টা করলে পরবর্তীতে পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে ও বেশকিছু নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। আমরা বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্যাতন ও জুলুমের স্বীকার। আমি রাজবাড়ী পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র ও পরবর্তীতে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হই। আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগসহ তাদের সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীদের বিরুদ্ধে কোন জুলুম নির্যাতন ও মামলা করি নাই। বরং তাদেরকে সম্মান করেছি।
রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী তিনি আমার সিনিয়র তাকে শ্রদ্ধা ও সম্মান করি। কিন্তু তিনি তার বেপরোয়া কিছু নেতাকর্মীদের দিয়ে আমার বাসভবনে হামলা করেছে এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যেই আমাদের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে-বেনামে মিথ্যা মামলা দিয়ে কয়েকজনকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। আমাদের নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী ২আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক, নঈম আনসারী, জেলা বিএনপর সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।