স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাটিবোঝাই ট্রাক্টর চাপায় সানজিদা আক্তার(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক চালক নাইম মিয়া কে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকায় বাবুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের বাবু মিয়ার মেয়ে।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ঘটনাস্থলে শিশুটি রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় ঘাতক ট্রাক্টরটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার নাইম মিয়া কে আটক করা হয়েছে।