স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জুনায়েদ হোসেন। সে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খইড়া গ্রামের শাকিল হোসেনের একমাত্র ছেলে।
শুক্রবার দুপুরে বালিয়াকান্দির আড়কান্দি আখ সেন্টারের পাশের একটি পুকুরে ডুবে শিশু জুনায়েদের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক।
নিহত শিশুর মামা মো: ওয়াসিম জানান, তারা পেশায় সাপুড়ে। প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে মুন্সীগঞ্জ থেকে বালিয়াকান্দি আসেন। বালিয়াকান্দির আখ সেন্টারের ফাঁকা মাঠে তারা তাবু টাঙিয়ে সপরিবারে থাকেন। শুক্রবার দুপুরে শিশুটি সবার অগোচরে তাবুর পাশের পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খন্দকার রবিউল ইসলাম
রাজবাড়ী প্রতিনিধি,
মোবাইল-০১৭১২-০৮৪৮৭৬