স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: শুধু বাংলাদেশেই নয়, বলিউডে যাচ্ছেন কণ্ঠ শিল্লী ও অভিনেতা ফারদিন: একের পর এক এলবাম ও নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। এখন ভারতেও পরিচিত একটি নাম ফারদিন। অভিনয়ের সুযোগ পেলেন ‘বিজু দ্য হিরো’ ছবিতে।
ফারদিন মূলত একজন কণ্ঠ শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। এরিই মধ্যে বেস কয়েকটি অ্যাওয়ার্ড ও পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেস কয়েকটি নাটকে শুধু তাই নয় তিনি একজন পরিচালক ও প্রযোজকের পরিচিতিও কম নেই এই তরুন কণ্ঠ শিল্লীর। তার অভিনিত নাটক গুলো এরি মধ্যে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে। বাংলা টিভিতে ধারাবাহিক নাটক চোরেনা শুনে ধর্মের কাহিনী, আর টিভিতে সুখের নীড়, বিজয় টিভিতে সুখ পাখি।
আবার এরিই মধ্যে ডাক পেয়েছেন ভারতীয় ছবিতে। আর এই চবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের আলোচিত অভিনেতা হিরো আলম। আলমের মাধ্যমে বলিউড পরিচালক প্রভাত কুমারের ‘বিজু দ্য হিরো’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ফারদিন। ডিসেম্বর থেকে ভারতের রাঁচি শহরে শুরু হবে ছবিটির শুটিং।
একান্ত সাক্ষাৎকারে ফারদিন বলেন, আমি বলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আর আমার প্রাণপ্রিয় ভাই অৎংযধভঁষ ঐড়ংংবহ অষড়স বাংলাদেশের হিরো আলম হিসেবেই পরিচিত মুলত তার কারনেই এই ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাই কৃতজ্ঞ হিরো আলম ভাই ও পরিচালক
প্রভাত কুমার দাদার প্রতি।