স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হযেছে।
১০ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন গ্রাম মহলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় জমায়েত হয় নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরমাত আলী, সাবেক পৌর মেয়র মহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা পরিষদের চেয়রাম্যান একেএম মোরশেদ আরজ, পৌর মেয়র মোঃ আলগীর শেথ তিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ।
১০ জানুয়ারি মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা একটা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকায় ফেরেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গনেশ নারায়ণ চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।