স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব ১৭” এর জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত ফাইনাল খেলায় পাংশা উপজেলা বালক-ও বালিকা দলকে পরাজিত করে বিজয়ী হয় রাজবাড়ী পৌরসভা ও সদর উপজেলা।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রাজবাড়ী ২ আসানের এমপি মোঃ জিল্লুল হাকিম, সম্মানিত বিশেষ রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এসময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ইব্রাহীম মো. টিটোন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (২৯ মে) শুরু হওয়া টুর্নামেন্টে পাঁচটি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা দল এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছিল।