খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর পাংশা থানা এলাকায় ২টি পৃথক অভিযানে ১হাজার পিস ইয়াবা ও ২কেজি গাঁজা ও ২ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন মাদক ব্যবাসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মৃত আজাহার আলী শেখের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৩) ও বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে মোঃ আশরাফুল মন্ডল (৩৫)।
মঙ্গলবার (৫জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান।
ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আশরাফুল মন্ডল এর কাছ থেকে ০২ (দুই) টি ওয়ান শুটারগান ও ০৪ (চার) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার মোঃ আরিফুল ইসলামের কাছ থেকে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পাংশা মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।