স্টাফ রিপোর্টার : ঢাকা – ১০ আসনের বিএনপির প্রার্থী এম এ মান্নান এর বাসার সামনে থেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান গাজী মানিককে আটক করেছে পুলিশ।
নির্বাচনী প্রচারণায় মান্নানসহ মানিক
তাকে ধানমন্ডি থানার নভেম্বরের ৬ তারিখের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মানিক গাজীকে।
গতরাত ( মঙ্গলবার দিবাগত) ১২ টার দিকে এমএ মান্নানের ধানমন্ডি ১ নম্বর সড়কের বাসায় নির্বাচনী মিটিং শেষে বের হলে দুটি গাড়ি ও ৮/১০ টি মোটরসাইকেলসহ পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলে। সেখান থেকে মানিককে আটক করে ধামনন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। পুরাতন একটি মামলায় আটক দেখিয়ে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় মানিককে।
গাজী মানিক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।