স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ বিএনপি ঘোষিত আন্দোলনের ১০দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষনধর্মী আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা মহা সংকটে রয়েছি।রাজনৈতিক মহা সংকট।বিভিন্ন সর্বস্তরে সংকট।রাজনৈতিক সংকটের কারনে আজকে দেশের সার্বিক অবস্থায় এই বিপর্যয় নেমে এসেছে।চুরি ডাকাতি, পাচার।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত উচু যে ধরাছোয়ার বাইরে চলে গেছে।সাধারণ মানুষের বেচেঁ থাকাই কষ্টকর।বিদ্যুৎদ,গ্যাস,জালানী তেলের দাম বাড়ানো হয়েছে।সাধারণ মানুষ দিশেহারা হয়েগেছে।এই পর্যায়ে বিএনপি গণ আন্দোলনে নেমেছে।গত ১৪বছর ধরে এই সরবারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে যাচ্ছে।কিন্ত গত ৩/৪মাস থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেটা গণজুয়ারে পরিণত হয়েছে বলে দাবি করেন এই নেতা।
শুক্রবার ০৬ জানুয়ারি বিকাল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ হারুন, যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবদলের সিনয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল উজ্জামান খায়রু, পৌর যুবদলের আহ্বায়ক সামচুল আলম খান রানাসহ রাজবাড়ী জেলা, বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।