স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ী সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ জানুয়ারি সোমবার বেলা ১২টায় সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে এ কথা বলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. এম দাদুল হক বিশ্বাস।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সহ সমাজের নানা অসংগতি নিয়ে আলেচনা করা হয়।
সভায় চেয়ারম্যান এড. এমদাদুল হক বিশ্বাস বলেন, বিভিন্ন স্থানে মাদক বিক্রির দিন দিন নতুন কৌশল অবলম্বন করে রমরমা মাদক কারবার চালিয়ে যাচ্ছে অপরাধী চক্র। আগে বড় বড় চালান ধরা পরলেও বর্তমানে ১০/২০পিস সহ ধরা পরে। কারন মাদক ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করেছে। ২০পিস ইয়াবা সহ ধরা পরলে ৪০দিন পরেই জামিন পাওয়া যায়। যে কারনে মাদক ব্যবসায়ীরা অল্প কিছু নিয়ে বের হচ্ছে। ধরা পরলেও সমস্যা নেই। কম সময়ের মধ্যে জামিন পাওয়া যায়। এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া ৩ ফসলী জমিতে যাতে কেউ মাটি কাটতে চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে পদক্ষেপ নেওয়া হবে বলেও হবে করা হুশিয়ারী দেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আগে বা কোন ধরনের অপকর্ম সংঘটিত হওয়ার সম্ভবনা থাকলে স্থানীয়রা যেন তথ্য দিয়ে সহায়তা করে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। মাদকের ভয়াবহতা এটা কিন্তু আজকে একদিনের না। মাদক সারা বাংলাদেশের সমস্যা শুধু রাজবাড়ীর না। মাদক নির্মূল করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে। তা না হলে মাদক নির্মূল করা সম্ভব না। তাই জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান জানিয়েছেন ওসি।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বলেন মাদক ও বাল্য বিবাহ দুটিই সামাজিক ব্যধি যা শুধু পুলিশ বা প্রশাসনের একার পক্ষে নিয়ন্ত্রণে করা সম্ভব নয়। সমাজের সলকে এক সাথে কাজ করতে হবে। তাহালেই মাদক ও বাল্য বিবাহ সহ সমাজের সকল অপরাধই নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দিন দিন মাদক ব্যবসায়ীদের শিকর বাড়তেই থাকবে। তাই মাদকের বিরুদ্ধে সকলকে এক সাথে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন সমস্যা তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর ,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার,গ্লোবাল টেলিভিশন ও সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম প্রমুখ।
বক্তৃতারা বলেন, মাদকের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে। এভাবে চলতে থাকলে যুব সমাজের ধবংস ঠেকানো যাবে না। সে কারনে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান পরিচালনা করার জন্য থানার ওসির প্রতি তারা আহ্বান জানান।এ
সময় মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান রতন,বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সরদার,খানখানাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, সহ সদর উপজেলার অন্যান্য চেয়ারম্যান বৃন্দসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।