দ্বীন অর্ণবঃ ছাত্রজীবনে ঘটে যাওয়া চমকপ্রদ সব ঘটনা নিয়ে নির্মিত ‘বদমাইস পোলাপান’ নামক ওয়েবসিরিজটিতে ‘আমার ক্লান্ত বিকেল’ নামে একটি থিম সং রাখা হয়। মূল এই গানটিতে কথা, সুর এবং কন্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন রায়হান ইসলাম শুভ্র। গানটি তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে।
এদিকে আলোচিত ‘আমার ক্লান্ত বিকেল’ গান’টি কে একটু ভিন্নভাবে তুলে ধরার উদ্যেশ্যে গানটির একটি কাভার পরিবেশন করেন রাজবাড়ী জেলার তরুণ কণ্ঠশিল্পী তন্ময় দে। তার ব্যক্তিগত স্টুডিও তে তিনি গানটির মিউজিক সুবিন্যস্ত করে তাতে তার কন্ঠ প্রদান করে ভিন্নতা আনার চেষ্টা করেন।
ইতিমধ্যে তিনি তার ইউটিউব চ্যানেল এবং সোস্যাল মিডিয়ায় গানটির একটি মিউজিক ভিডিও আপলোড দেওয়ার পর বিশেষভাবে দর্শক-শ্রোতাদের মন জয় করেন রাজবাড়ীর এই প্রতিভাবান শিল্পী। মাহবুবুর রহমান শোভনের প্রোযোজনায় কাভার ভার্সনটির জন্য মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়। বিভিন্ন চরিত্রে ক্যামেরার সামনে ছিলেন মোঃ তৌহিদ, জুবায়ের অরিত্র, রাফিদুল রাফিদ, শ. রেজোয়ান, তন্ময় দে, রাব্বী শেখ এবং সজিব।
ভিডিওতে দেখানো হয়, এক বয়স্ক যুবক তার ছাত্র জীবনে তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলির স্মৃতিচারণ করেন। চিরচেনা শহরের বিভিন্ন স্থানে তার বন্ধুদের সাথে কাটানো হাসি ঠাট্টা, রাগ অভিমান মাখা আবেগঘন মুহুর্তগুলো তার চোখে ভাসছিল বারংবার। একসময় বন্ধুকে হারানোর সেই চিরহৃদয়বিদারক মুহুর্তটি যুবকটির স্মৃতিতে আসে এবং তার অশ্রুসিক্ত চোখ মুছতে থাকেন।
মাবরুর রশিদ বান্না’র প্রযোজনায় ওয়েব সিরিজ ‘বদমাইস পোলাপাইন’ তরুণ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ওয়েবসিরিজটি তে পর্দায় মূখ্য চরিত্রে অভিনয় করেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল এবং বর্তমান সময়ের তরুণ অভিনেতা প্রত্যয় হিরন সহ আরো অনেকেই। সংগীত পরিচালনা করেন সায়েম।