স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামিম শেখের করা ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক সুজন খন্দকার ও মেহেদুল ইসলাম আক্কাস।
রোববার (১৪মে) দুপুরে ঢাকা সাইবার ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জুলফিকার হায়াত এ অব্যহতি প্রদান করেন।
এসময় রাস্ট্র পক্ষের পিপি শামীম আহাম্মেদ আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এরশাদ আহাম্মেদ।
২০২১ সালের ৩মে গোয়ালন্দ থানায় মামলাটি দায়ের করেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামিম শেখ। গোয়ালন্দ থানা পুলিশ সুজন খন্দকারকে গ্রেফতার করে আদালতে পেরণ করে।৪মাস পরে হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। পরে মামলাটি রাজবাড়ী আদালত থেকে সাইবার ট্রাইবুনালে হস্তান্তর করা হয়। এ মামলার অপর আসামি মেহেদুল আক্কাস তিনি রাজবাড়ী আদালতে হাজির হয়ে জামিন নেন।
আজ ১৪/০৫/২০২৩ তারিখে মামলাটির চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত আমলে না নিয়ে সন্তুষ্ট হয়ে অত্র মামলার দায় থেকে দুই সাংবাদিককে অব্যহতি প্রদান করেন।
এ মামলায় এশিয়ান টেলিভিশনের রাজবাড়ী সদর প্রতিনিধি সুজন খন্দকারকে ১নং আসামী ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মেহেদুল আক্কাস কে ২নং আসামি করা হয়েছিল।