স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মুনষ্টার কলেজিয়েট ষ্কুলের ভ্যান চালক মো. মিজান প্রামানিক (২৫) এর মৃত্যু হয়েছে।
নিহত ষ্কুল ভ্যান চালক গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের মো. নুরু প্রমানিক এর ছেলে মো. মিজান প্রামনিক (২৫)।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এদিকে মকবুলের দোকানের স্থানীয় জনগণ ষ্পিডব্রেকারের দাবিতে মহাসড়কে অবরোধ করে রেখেছে।
রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে মুনষ্টার কলেজিয়েট স্কুলের ভ্যান চালক মকবুলের দোকানে ওই ষ্কুলের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে গোয়ালন্দে ফেরার পথে মকবুলের দোকান নামক স্থানে দ্রুত গতির হানিফ পরিবহন ভ্যান চালক কে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোয়ালন্দ মোড়ে ঘাতক হানিফ বাসটিকে স্থানীয়রা আটক করেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছে। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।