গোপালগঞ্জ প্রতিনিধি, রাজবাড়ী টুডেঃ গোপালগঞ্জে এক মাদক ব্যবসায়ী গণপিটুনির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম পশ্চিম পাড়া নিবাসী মৃত মুক্তার সরদারের ছেলে হাসান সরদার মাদক দ্রব্য আদান-প্রদান করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রতিবাদ করে।
এ সময় হাসান সরদার উগ্র ব্যবহার করলে স্থানীয়দের সাথে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে হাসান সরদার আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসান সরদার গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হাসান সরদারের বাড়ি বর্তমানে মৌলভীপাড়া হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বেদগ্রাম এলাকার সাধারণ জনগণকে ফাঁসানোর চেষ্টা করছে। নিরীহ কিছু ছেলের নামে থানায় মামলা দায়েরের চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসান সরদার।
বেদগ্রাম পশ্চিম পাড়ার এক বৃদ্ধ বলেন, গণপিটুনির ঘটনা ঘটেছে গতকাল সকালে (২৬ মার্চ) শহরের মৌলভীপাড়ায় সেখানে সে কাউকে চিনতে না পেরে আমাদের এলাকার কিছু ছেলের মান সম্মান হানি করার জন্য মিথ্যা মামলা দায়েরের জন্য উঠে পড়ে লেগেছে। তিনি আরো বলেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসু-রাশেদ এর বড় ভাই এই হাসান সরদার।
বেদগ্রাম এলাকার সাধারণ এলাকাবাসী বলেন, প্রভাবশালী হাসান সরদার শহরের মৌলভীপাড়ায় ইয়াবা বিক্রির সময় জনগণের হাতে ধরা খেয়ে গণপিটুনির শিকার হয়। কিন্তু এলাকার শান্তিপূর্ণ জনগণের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে জানান সাধারণ এলাকাবাসী। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, মাদক ব্যবসায়ী হাসান সরদার এলাকাবাসীকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করতে না পারে। সর্বোপরি তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। কোনো নিরপরাধ এলাকাবাসী যেন তার ক্ষোভের শিকার না হয়।
এ ব্যাপারে হাসান সরদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।