স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ তৃতীয় ধাপে আজ ২৮ নভেম্বর রাজবাড়ীর কালুখালি-বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ।
রবিবার ( ২৮ নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারে উপস্থিতি বেসি ছিল।
এ নির্বাচনে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৫ জন, সংরক্ষিত সদস্য হিসেবে ৭৫ জন ও সাধারণ সদস্য হিসেবে ২৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এতে মোট ভোটার ১লক্ষ ২৬হাজার ৮৮৪মমধ্যে পুরুষ ভোটার ৬৪হাজার ৯৭১,মহিলা ভোরার ৬১হাজার ৯১২,হিজরা ১জন।
এছাড়া, বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ২৮ জন, সংরক্ষিত সদস্য হিসেবে ৭১ জন ও সাধারণ সদস্য হিসেবে ২২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এতে মোট ১ লাখ ৬৯ হাজার ৫৮৪ জন ভোট তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
কালুখালি উপজেলা নির্বাচন অফিসার ও রিটারানিং মোঃ আজিজুল ইসলাম জানিয়েছেন , শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব জায়গায় এর আগে সহিংস ঘটনা ঘটেছে, সেখানেও বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। দুটি উপজেলার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুটি উপজেলায় ১৪টি ইউনিয়নের জন্য ৬০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, রাজবাড়ী র কালুখালি ও বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কতার সাথে কাজ করছে। আমি নিজেও বেস কয়েক টি কেন্দ্র পর্যবেক্ষণ করছি। সব গুলি সেন্টারেই শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বচন সুষ্ঠ করতে নিরাপত্তার দ্বায়িত্বে নির্বাচনী মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেড, পুলিশ, আনসার, র্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী এলাকা গুলোর বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছ