স্টাফ রিপোর্টের, রাজবাড়ী টুডেঃ গোয়ালন্দে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেজো ভাই কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দে মটমন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে ।
তাকে শুক্রবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে, রোববার সকালে রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী মটমন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার পক্ষ থেকে কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব ঘোষের সভাপতিত্বে ও উপজেলা সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির সভাপতি বাবু নির্মল চক্রবর্তী,সাধারণ সম্পাদক কোমল কুমার সাহা, পৌরসভার প্যানেল নাসির উদ্দিন রনি, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জীবন চক্রবর্তী, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম জোনা, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমল কুমার সাহা সহ প্রমুখ।
প্রার্থনা পাঠ করেন শ্রীকৃষ্ণসেবা সংঘের সভাপতি সুধীর কুমার বিশ্বাস।