স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ জননেত্রী শেখ হাসিনাকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর উপহার দুটি ইউনিয়নের নৌকার বিজয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঠিক দিক নির্দেশনা ও নেতৃত্বে উজানচর ইউনিয়নে আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী গোলজার হোসেন এবং ছোট ভাকলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।
(১১ নভেম্বর) বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাচন অফিসার নিজামউদ্দিন আহমেদ বেসরকারিভাবে তাদের জয়ী ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে উজানচর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন মৃধা পেয়েছেন ৯ হাজার ৯শত ৪৩ ভোট। তার নিকটতম প্রতিন্ধী প্রার্থী স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫ শত ৩১ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী দিলদার আলী ঘোড়া প্রতীকে নিয়ে পেয়েছেন ৩হাজার ৩ শত ৬৮ ভোট । মোট ৬হাজার ৪শত ১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন গোলজার হোসেন মৃধা।
অপরদিকে ছোট-ভাকলা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৪শত ৯৪ ভোট। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪ শত ৫৩ ভোট । মোট ২হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমজাদ হোসেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার নিজামউদ্দিন আহমেদ বেসরকারীভাবে গোলজার হোসেন মৃধা ও আমজাদ হোসেন কে বিজয়ী ঘোষণা করেছেন।
এই ২ টি ইউনিয়নের মোট ভোটার ৩৭ হাজার৩ শত ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ২ শত ৫০ জন। নারী ভোটার ১৮ হাজার ১ শত ২০ জন।
উল্লেখ্য, এ দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ২১ জন সহ মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।