খন্দকার রবিউল ইসলাম: রাজবাড়ী টুডে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে সংসদীয় আসনে জমে উঠেছে আওয়ামী লীগের ব্যপক নির্বাচনী প্রচারণা। যতই ভোটের দিনে এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রচারনা। প্রচারনার পাশাপাশি বাড়ছে শীত।
এমন কন কনে শীতের মধ্যেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী’র পক্ষে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নৌকা প্রতিকে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। করছেন পথসভা চাইছেন নৌকা মার্কায় ভোট। ভোটাদের কাছে তুলে ধরছেন গত ১০বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকায় সভা সমাবেশের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করছেন কাজী ইরাদত আলী। নির্বাচনী প্রচারণার জন্য রাজবাড়ী-১ আসন (সদর গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ৭৫ পরবর্তী আওয়ামী লীগের হাল ধরা নেতাকর্মীদের কাছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মাঝি হিসেবে পরিচিত তাদের একমাত্র আস্থার প্রতিক কাজী ইরাদত আলী। তাছাড়ও যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কাজী ইরাদত আলীর নির্দেশে তার একমাত্র ছেলে কাজী শান্তনুর নেতৃত্বে কাক ডাকা ভোর থেকে শুরু রাত পর্যন্ত ভোটাদের বাড়ি বাড়ি যাচ্ছেন নেতাকর্মীরা চাইছেন নৌকায় ভোট।