স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ইপিআই আওতার বাইরে টিকাদান ও টিকা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সিভিল সর্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন।অবহিতকরণ সভায় নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী কলেজের প্রফেসর হোসনেয়ারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন নতুন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের ইপিআই আওতার বাহিরে টিকাদান কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সরকারিভাবে যারা ইপিআই আওতার বহির্ভূত অর্থাৎ বিভিন্ন টিকা গ্রহণের বয়স যারা অতিক্রম করেছে তাদের জন্য মূলত এই বেসরকারী সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বিভিন্ন ঘাতক ব্যাধির পরীক্ষা ও টিকা কার্যক্রম এখানে স্বল্প খরচে ও স্বাস্থ্যসম্মত উপায়ে পরিচালনা করা হয়। হেপাটাইটিস বি, টাইফয়েড, জড়ায়ু ক্যান্সার ইত্যাদি মরণ ব্যাধির টিকা কার্যক্রম বিষয়ে তারা আলোচনা করেন।