স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীতে দেশীয় লোহার তৈরি একটি পুরাতন রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পুরাতন অ্যান্ড্রয়েড ওয়ালটন মোবাইল সেট এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া গ্রামের মৃত আব্দুর রউফ জোয়াদ্দারের ছেলে মো. শিহাব উদ্দিন জোয়াদ্দার (৩৮) এবং মাগুরার শ্রীপুরের তেতুলবাড়ীয়া গ্রামের অমল মণ্ডলের ছেলে অসিত কুমার মণ্ডল (৩৫)।
রাজবাড়ী জেলা গোয়ান্দা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মো. আব্দুল লতিফ এবং সঙ্গীয় ফোর্সসহ কালুখালী থানার বি-কয়া টু জামালপুর বেরি বাঁধ রোডের দক্ষিণ নগর বাথান সাকিনস্থ জনৈক মো. আলীম মণ্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দেশীয় তৈরি একটি রিভলবারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কালুখালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।